নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের। ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন এই অলরাউন্ডার। তবে সাকিবের ব্যর্থতার দিনেও জিতেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে কিছুটা পুষিয়ে দিয়েছেন সেটা। প্রথম তিন ওভারে খরুচে থাকলেও শেষ ওভারে দারুণ বোলিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জেতাতে সহায়তা করেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
সাকিবদের দলীয় পারফর্ম্যান্সে বিফলে গেছে প্রতিপক্ষ জ্যামাইকা তালাওয়াশের ব্যাটার ব্রেন্ডন কিংয়ের দুর্দান্ত সেঞ্চুরি। গায়ানার কাছে ১২ রানে হেরেছে জ্যামাইকা তালাওয়াশ।
গায়ানায় ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যাওয়া আসাী মধ্য ছিলেন জ্যামাইকার ব্যাটাররা। ব্যক্তিক্রম ছিলেন কেবল কিং। তিনি ছাড়া বলার মতো রান করেছেন কেনার লুইস (১৩) এবং কার্ক ম্যাকেঞ্জি (১৫)।
সেঞ্চুরি করতে ৬৪ বল খরচ করেন কিং। তার ইনিংসে ছিলো ৭টি ছক্কা ও ৮টি চারের মার। হয়তো জিতিয়েই মাঠ ছাড়তেন তবে শেষ ওভারে রান আউটের খাঁড়ায় কাটা পড়েন এই হার্ডহিটার।
বল হাতে এদিন অবশ্য শুরু থেকেই খরুচে ছিলেন সাকিব। বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা খাওয়া সাকিব প্রথম তিন ওভারে দিয়েছিলেন ২৮ রান। তবে শেষ ওভারে ২ রান দিয়ে তুলে নেন ফ্যাবিয়ান অ্যালেনকে।
এর আগে চারে ব্যাটিং করতে নেমে ইমাদ ওয়াসিমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে শূন্য রানে ফেরেন সাকিব। তবে শেই হোপ, ওডিন স্মিথ ও কিমো পলের ঝড়ো ইনিংসে ১৭৮ রানের পুঁজি পেয়েছিল গায়ানা।