ব্যক্তিত্বের জন্য রোনালদোকেই পছন্দ সাকিবের

নিউজ ডেস্ক »

ব্যক্তিত্বের দিক থেকে ফুটবল তারকা রোনালদোকেই পছন্দ সাকিব আল হাসানের। নিজের ব্যক্তিত্বের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর মিল খুঁজে পান সাকিব। সম্প্র‍তি ভারতের জনপ্রিয় অনলাইন পোর্টাল ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান সাকিব।

তবে ফুটবলার হিসেবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকেই পছন্দ সাকিবের। বাংলাদেশের পোস্টার বয় শুরু থেকেই একজন আর্জেন্টাইন ভক্ত। তবে সেটা যে শুধুমাত্র লিওনেল মেসির জন্যই সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে নিজের ব্যক্তিত্বের সাথে মিল থাকায় এদিক থেকে রোনালদোই সাকিবের পছন্দের শীর্ষে।

সাকিব বলেন, ‘আমার মনে হয়, ব্যক্তিত্বের ধরন অনুযায়ী আমি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো, তবে পছন্দ করি মেসিকে। তার মানে এই নয় যে রোনালদোকে অপছন্দ করি। সেও অসাধারণ। এই ৩৫ বছর বয়সেও সে যেভাবে পারফর্ম করে চলেছে, বিশ্বমানের বলতে হয় । যতটা ফিট তিনি আছেন, আরও তিন-চার বছর খেলতে পারেন।’

মাঠের ভিতর পা’য়ের জাদুতে বল প্রতিপক্ষের জালে ফেললেও মাঠের বাইরে খুব একটা কথা বলেন না মেসি। হোক সংবাদ সম্মেলন কিংবা গণমাধ্যম। মাঠ ও মাঠের বাইরের মেসির মধ্যে বিস্তর ফারাক সেটা বোঝাই যায়। আর এ ব্যাপারটিকেই সমর্থন করেন না সাকিব। এদিক থেকে তার কাছে রোনালদোই পছন্দের।

সাকিবের ভাষায়, ‘হ্যাঁ, মেসি অনুপ্রেরণার উৎস। যদিও মাঠের বাইরে আমি তাকে অনুসরণ করি না। কারণ, সংবাদ মাধ্যমে সে কমই কথা বলে। সাম্প্রতিক সময়ে কিছু বলা শুরু করেছে। ২-৩ বছর আগেও তাকে খুব বেশি কথা বলতে শুনিনি। গত কয়েক বছরেই কেবল একটু উচ্চকিত হয়েছে। রোনালদো সবসময়ই মন খুলে কথা বলে।’

স্পষ্টবাদীতা এবং প্রতিক্রিয়া প্রকাশের দিক থেকে রোনালদোর সঙ্গেই বেশি নিজের মিল পান সাকিব। তিনি বলেন, ‘আমি দুজনের খেলাই দেখি। মেসি যেভাবে খেলেন, মাঠে যেভাবে নিজেকে মেলে ধরেন, তা পছন্দ করি আমি। কিন্তু আমার ধরন রোনালাদোর মতোই বেশি। মাঠে প্রতিক্রিয়া দেখানো, স্পষ্টবাদী, এসব অনেকটা রোনালদোর মতোই। মাঠে মেসিকে প্রতিক্রিয়া প্রকাশ করতে কমই দেখা যায়। রোনালদোকে সব ম্যাচেই করতে দেখা যায়। সবমিলিয়ে আমি নিজে রোনালদোর মতো, তবে পছন্দ করি মেসিকে।’

নিউজক্রিকেট/ এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »