বোলিং ইউনিট সাজাতে বড় বিপাকে ইংল্যান্ড!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তৃতীয় টেস্টের বোলিং লাইনআপ বাছাই করতে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন ইংল্যান্ড দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড। উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে এক প্রকার বিপাকেই আছেন এই ইংলিশ কোচ।

প্রথম টেস্টে এন্ডারসনের সাথে পেস ইউনিটে রেখেছিলেন জোফরা আর্চার ও মার্ক উডকে। আবার দ্বিতীয় টেস্টে স্টুয়ার্ড ব্রডের সাথে স্যাম কারান ও ক্রিস ওকসকে দায়িত্ব দিয়েছিলেন পেস বিভাগের। দুই টেস্টেই ভিন্ন ভিন্ন বোলিং লাইনআপ খেলানোর পর শেষ টেস্টে দল নির্বাচন নিয়ে সমস্যায় কোচ।

তবে ইংলিশ কোচ জানিয়েছেন সম্ভাব্য শক্তিশালী বোলিং লাইনআপ নিয়েই মাঠে নামবে ইংলিশরা। অবশ্য একমাত্র বোলিং অলরাউন্ডার হিসেবে দুই টেস্টেই খেলেছেন বেন স্টোকস।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন: ‘সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামতে হবে আমাদের। সবাইকে সবসময় খুশি করা কঠিন। তবে সঠিক কারণে কোনো সিদ্ধান্ত নিলে, আশা করি সবাই সেটি অনুধাবন করতে পারবে। ব্যাপারটি হলো সিদ্ধান্ত গ্রহণে সৎ থাকা এবং যা করতে চাচ্ছি ও যে কারণে চাচ্ছি, সেটি নিয়ে খোলামেলা কথা বলা।’

সমস্যা শুধু পেস বিভাগেই নয়, স্পিনার ডম বেস কিংবা উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলারের পার্ফরমেন্সও হতাশাজনক। তাদের দলে থাকা নিয়েও উঠছে ভিন্ন ভিন্ন প্রশ্ন। তবে সিলভারউড জানিয়েছেন, দলের প্রয়োজনে বিশ্বমানের ক্রিকেটারদেরও একাদশের বাইরে রাখতে পারেন তিনি।

সিলভারউড এ বিষয়ে বলেন: ‘সবাই চায় সব ম্যাচে খেলতে। ওরা সবসময় খেলতে না চাইলেই বরং আমি হতাশ হব। যখন বিশ্বমানের ক্রিকেটারদেরও একাদশের বাইরে রাখতে হয়, তার মানে ইংল্যান্ড দল দারুণ অবস্থায় আছে। কাজটি কখনোই সহজ নয় এবং সবসময়ই চাপে থাকতে হবে। তবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সৎ সিদ্ধান্ত নেওয়ার।’

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »