নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের প্রভাবে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি কিছু নিয়মে পরিবর্তন এনেছে। তার মধ্যে অন্যতম ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধ করা। বলে লালা ব্যবহার করলেই ফিল্ডিং দলকে দেয়া হবে জরিমানা।
আইসিসির এই সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের। তার মতে এই সিদ্ধান্ত এখন বোলারদের রোবট বানিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘বলে লালা ব্যবহার করতে না দেয়াটা বোলারদের এখন রোবটে পরিণত করেছে। এখন বোলাররা আসবে আর বোলিং করে যাবে কোনো সুইং ছাড়া৷’
‘এই ব্যাপারটা আমার হাস্যকার লাগছে। আমি বলে লালা ব্যবহার করে বড় হয়েছি। আমি এই কঠিন পরিস্থিতি নিয়ে সতর্ক। কিন্ত এই সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি। বোলারদের এখন বল পুরোনো আর রুক্ষ হওয়া অব্দি অপেক্ষা করতে হবে’ – সাথে যোগ করেন তিনি।
লালা ব্যবহার করা নিষিদ্ধ করলেও, বলে সুইংয়ের জন্য শরীরের ঘাম ব্যবহার করতে বাধা নেই। কিন্তু ঘাম ব্যবহারের অসুবিধা আছে বলে জানান ওয়াসিম আকরাম। তিনি আরও বলেন, ‘ঘাম শুধু মাত্র নামে ব্যবহার করা। অতিরিক্ত ঘাম ব্যবহার বলকে ভারি করে দিবে। এই অবস্থায় কৃত্তিম কিছু ব্যবহার করতে দেয়া উচিত বোলারদের।’
বোলারদের জন্য যুক্তি সম্মত কিছু একটা সমাধান দেয়ার ব্যাপারে জানিয়ে তিনি শেষে বলেন, ‘তাদের যুক্তিসঙ্গত কিছু একটা সমাধান খুঁজতে হবে। দেখা যাক কি হয়। সামনের ইংল্যান্ড উইন্ডিজ সিরিজে সব দেখতে পাবো।’
নিউজক্রিকেট/রীম