নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে এখন বিশ্বের প্রায় সব খেলায় বন্ধ রয়েছে। বিশ্বের সব কিছুতেই এখন অর্থনৈতিক মন্দা চলছে৷ ক্রিকেটের ক্ষেত্রেও একই। মাঠে নেই খেলা। ফলে আর্থিক আয় নেই ক্রিকেট বোর্ড গুলোর। কিছু বোর্ড এই সমস্যা কিছুটা এড়িয়ে যেতে পারলেও পারছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফলে তারা তাদের কোচিং স্টাফের বেতন কেটে রাখছে।
আফগানিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। ব্যাটিং কোচ হিল্টন ডিওন অ্যাকারমান, সহকারী কোচ নওরোজ মঙ্গল। আপাতত মে মাসের ২৫% বেতন কেটে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আর জুন-জুলাইয়ে খেলা মাঠে না ফিরলে পরের মাসে তাদের ৫০% বেতন কেটে রাখা হবে বলে জানান এসিবির প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্টানিকজাই ।
মূলত বোর্ডের আয় না থাকা আর খরচ কমাতেই এই সিদ্ধান বলে জানান তিনি। তিনি বলেন, ‘কোচদের বেতন কাটার ব্যাপারটি আমাদের খরচ বাচাঁনোর একটি পথ। করোনা ভাইরাসের কারণে আমরা ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত। আপাতত ২৫% কেটে রাখা হচ্ছে। সামনের মাস গুলোতে খেলা না ফিরলে আমরা ৫০% করে কাটবো। আমরা যতক্ষণ আর্থিক ভাবে পারবো ততক্ষণ কোচদের চুক্তি রাখবো।’
এই মুহূর্তে সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা নেই বলে জানিয়ে তিনি বলেন, ‘সরকারের উপর আমরা এখন নির্ভর করতে পারছিনা। তারা করোনা মোকাবেলায় সব খরচ করছে। আমরা যেখানে পারছি সেখানে খরচ কমানোর চেষ্টা করছি।’
বাংলাদেশ সময়ঃ ৩:১৫ পিএম
নিউজক্রিকেট/আরআর