https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »
চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আসিসি ক্রিকেট বিশ্বকাপের বারোতম আসর। দেড় মাসব্যাপী এই মহারণে অংশ নিচ্ছে বিশ্বের সেরা দশটি ক্রিকেট দল। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিশ্ব সেরা হবার মুকুটটা যে মাথায় পরতে মরিয়া সগগুলো দলই সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বিশ্বকাপের আসরে অংশ নেয়া অধিকাংশ ক্রিকেটারদের কাছেই স্বপ্নের মত। কেউ কেউ এই আসরে ব্যক্তিগত লক্ষ্যের কথাও ভেবে রাখেন আগে থেকেই। পাশপাশি দেশের জার্সি গায়ে মাঠে নামাও তো কম গর্বের নয়। এতসব আশায় যখন ক্রিকেটাররা বুক বাধেন তখন সেই আসার গুঁড়ে বালি হয়ে যায় বৃষ্টি।
প্রকৃতির উপর কারো হাত নেই এটা সত্যি। নীল আকাশ কখন ঘন কালো আধারে ঢেকে গিয়ে অঝোর ধারায় ঝরতে থাকে জল সেটাও নেই কারোরই জানা। তবে বিশ্বকাপের মত বড় আসর যখন চলমান তখন বৃষ্টির হানায় কিছুটা বিপাকেই পড়ছে অনেক দল। পাশপাশি খেলা দেখতে না পারায় চাপা ক্ষোভও রয়েছে দর্শকদের মনে।
এখন পর্যন্ত এই বিশ্বকাপে ম্যাচ পরিত্যক্ত হয়েছে চারটি। সেই সংখ্যা আরও বাড়তে পারে সেটা প্রায় নিশ্চিত। তাই বিশ্বকাপের মত এমন বড় আসর এই বৃষ্টির মৌসুমে আয়োজন করার ফলে ক্রিকেট ভক্তরা মেতে উঠেছেন আইসিসির সমালোচনায়। পাশপাশি সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করতেও পিছ পা হননি তারা।
এবার দেখে নেয়া যাক আইসিসিকে ব্যঙ্গ করার মাধ্যমে পোস্ট করা কিছু টুইট।
Lol 😂😂😂
🌧️ Match situation in England #CWC19Credits : Gokul C Pillai
Troll Cricket Malayalam pic.twitter.com/Vd5ExFOpDs— ᴅɪᴠʏᴀ ᴀʀᴊᴜɴ~ദിവ്യ 💫🇮🇳 (@DivzArjun) June 12, 2019
2019 cricket world cup summed up 🤣🤭 #ICCWorldCup #Rain pic.twitter.com/pp5SzR9RHA
— Imran Khan (@Khan_Imran_S) June 12, 2019
If #CWC19 was a swimming competition.. @cricketworldcup @ICC pic.twitter.com/evPAcBo1mw
— PSL Memes (@PSLMemesWalay) June 12, 2019
https://twitter.com/iAliHa1der/status/1138509235267018752
Rain will surely qualify for Semis 😂😂#CWC19 #BANvSL @ICC @cricketworldcup pic.twitter.com/5Pqu9QvRTr
— Saket (@LazyySaket) June 11, 2019
Rain Won the World Cup 😂
WTF 😬😠#CWC19 #WorldCup pic.twitter.com/1JuOO85mFC— Zafar Iqbal (@2Crossed_Swords) June 11, 2019
The cricket world cup so far…#CWC19 #rain pic.twitter.com/xdYEmjMAnf
— Mehran Khan (@1MehranKhan) June 10, 2019
0