fbpx

বৃষ্টিতে পরিত্যক্ত শেষ টি-টোয়েন্টি, কিউইদের সিরিজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বৃষ্টিতে নিউজিল্যান্ড ও উইন্ডিজের মধ্যকার শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ২-০ তে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২.২ ওভারে ১ উইকেটে ২৫ রান সংগ্রহ করে উইন্ডিজ। এরপরই বৃষ্টি বাধায় বন্ধ হয় খেলা। প্রায় দুই ঘন্টার অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় ম্যাচ অফিসিয়ালসদের সিদ্ধান্তে পরিত্যক্ত ঘোষণা করা হয় শেষ টি-টোয়েন্টি।

এর আগেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে কিউইরা। অধিনায়ক হিসেবে আজকের ম্যাচে অভিষিক্ত হন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তবে প্রকৃতি বিপক্ষে হওয়ায় প্রথম ম্যাচে ফলাফল ছাড়াই মাঠ ছাড়তে হয় তাকে। মাত্র ১৪ বলের অধিনায়ক ছিলেন তিনি।

প্রথম ম্যাচে বৃষ্টি বাধায় ডার্কওয়ার্থ লুইসে ৫ উইকেটের জয় পায় কিউইরা। দ্বিতীয় ম্যাচে গ্লেন ফিলিপসের দূর্দান্ত শতকে ৭২ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ৩রা ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »