নিউজ ডেস্ক »
বাংলাদেশের টেস্ট ইতিহাস এর কথা উঠলেই সবার আগে চলে আসে আমিনুল ইসলাম বুলবুলের নাম। বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে স্থায়ী ভাবে নাম লেখিয়ে নেন এই ব্যাটসম্যান। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার এক ফেইসবুক লাইভে প্রকাশ করেছেন টেস্ট ক্রিকেটে তাঁর সেরা একাদশ। তাঁর সেরা টেস্ট একাদশে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন মুশফিকুর রহিমকে। তবে নিজেকে রাখেন নি বুলবুল।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পার করেছে দুই দশক, খেলেছে ১১০ টির বেশী টেস্ট ম্যাচ। সাফল্যের পরিমাণ তেমন বেশি না হলেও এই দীর্ঘ সময়ে বাংলাদেশ পেয়েছে অনেক প্রতিভাবান ক্রিকেটার।যাদের কেউ কেউ অনেকদিন খেলেছেন বাংলাদেশ দলে, আবার কেউ হারিয়ে গেছেন ক্ষণিকের মধ্যেই। তাদের একজন আমিনুল ইসলাম বুলবুল, যার হাত ধরে টেস্ট ক্রিকেটের শুরু বাংলাদেশের। বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। কিন্তু তাঁর ক্যারিয়ার বেশি বড় হয়নি। সেই বুলবুল বাংলাদেশের সেরা টেস্ট ক্রিকেটার নিয়ে বানিয়েছেন তাঁর চোখে সেরা টেস্ট একাদশ।বুলবুল তার একাদশে রাখেননি নিজের নাম।
বুলবুলের একাদশে ওপেনিংয়ের দায়িত্ব পাচ্ছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বর্তমান অধিনায়ক মুমিনুল হক আছেন তিন নম্বরে। এরপর মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে রেখেছেন বুলবুল। বর্তমান তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে বুলবুলের দলে আছেন মেহেদী হাসান মিরাজ। সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে দলে আছেন মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, শাহাদাত হোসাইন রাজিব, ও হাসিবুল হক শান্ত, খালেদ মাসুদ পাইলট।
বুলবুলের সেরা টেস্ট একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, মেহেদী হাসান মিরাজ, খালেদ মাসুদ পাইলট(উইকেটরক্ষক), হাসিবুল হোসেন শান্ত, শাহাদাত হোসেন রাজীব।
নিউজক্রিকেট/সুফিয়ান