বিসিসিআইকে আইপিএল আয়োজনের প্রস্তাব দিলো ইসিবি!

নিউজ ডেস্ক »

গত ২৯ই মার্চ আইপিএলের ১৩তম আসর শুরুর কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়। পরে করোনা সংক্রমণ বাড়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয় আইপিএলকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো আইপিএল আয়োজন করতে রাজি। তারা দর্শক শূন্য মাঠ কিংবা বিদেশে এই লিগ আয়োজন করতে রাজী আছে। এরকমই খবর প্রকাশ হয়েছিলো ভারতীয় গণমাধ্যমে।

এবার নতুন খবর, বিসিসিআইকে আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। খবরটি নিশ্চিত করেছে সেদেশের ইংরেজি সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ৷

গাল্ফ নিউজকে ইসিবির সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি বলেন, ‘আগেও আরব আমিরাত খুব সফলতার সাথে আইপিএল আয়োজন করেছে। অতীতে আমরা অনেক আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্ট সফলতার সাথে আয়োজন করেছি। আমাদের দেয়া সব সুবিধাগুলো ক্রিকেট আয়োজনের উপযোগী ও পছন্দ করে তুলেছে।’

বিসিসিআইয়ের বিভিন্ন সূত্র মতে জানা গেছে বিদেশে আইপিএল আয়োজন করতে আগ্রহী তারা। সে ক্ষেত্রে অক্টোবরে তারা সেটি আয়োজন করতে চায় যদি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিসিসিআইকে আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়েছিলো। কিন্তু বিসিসিয়াই এতে সাড়া দেয়নি।

নিউজক্রিকেট/ রীম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »