নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং নারী ক্রিকেট দলের চেয়ারম্যান শফিউল আলম নাদেল মরণঘাতি করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত।
করোনাভাইরাসের এই মহামারীর সময়টাতে শুরু থেকেই মাঠে ছিলেন শফিউল আলম নাদেল। সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিসিবির এই পরিচালক। বলা যায় করোনা দুর্যোগের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ে সিলেটের সম্মুখ যোদ্ধাদের একজন শফিউল আলম নাদেল। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি নিজেই এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শফিউল আলম চৌধুরী নাদেলের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে নিশ্চিত করেছ একটি বিশ্বস্ত সূত্র। তবে তিনি এখন সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি নিজ উদ্যোগে আইসোলেশনে আসেন।