নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী ক্রিকেটাররা৷ জনজীবন চলমান রাখতে সকল প্রতিষ্ঠান খোলা হলেও ক্রিকেটারদের এখনই মাঠে ফেরার সুযোগ নেই। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কখা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে ঘরে বসে ফিটনেস ধরে রাখতে ঘরেই ফিটনেস সরঞ্জাম দেবে বিসিবি।
মাঠের ফিটনেস না পেলেও শরীরকে চাঙ্গা রাখতে শারীরিক কসরতের বিকল্প নেই। প্রথম সারির ক্রিকেটারদের বাসায় ফিটনেস সরঞ্জাম ইত্যাদি থাকলেও অপেক্ষাকৃত অসচ্ছল ক্রিকেটারদের ব্যাক্তিগত কোন ফিটনেস সামগ্রী নেই। তাদের ফিটনেস ধরে রাখার জন্য ফিটনেস সরঞ্জাম দেয়ার কথা ভাবছে বিসিবি।
সাম্প্রতি এক অনলাইন পোর্টালকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনিই জানিয়েছেন। দেবাশীষ বলেন,’ বাসায় প্রশিক্ষণটা কত উন্নত করা যায় আমরা সেই চেষ্টা করছি। সেটা নিয়ে চেষ্টা করতে গিয়ে আমরা এখন পরিকল্পনা করছি তাদের সরঞ্জাম দিয়ে সাহায্য করতে পারি কিনা। কারো কারো বাসায় দেখবেন জিম আছে। আবার কারো কারো বাসায় হাঁটার জায়গাও নেই। আমরা চেষ্টা করছি যাদের কিছুই নেই ওদের কিছু সরঞ্জাম দিতে পারি কিনা, যে ঠিক আছে এগুলো বাসায় নিয়ে ফিটনেস ট্রেনিং করো।’
তবে বাসায় ফিটনেস ট্রেনিংই যথেষ্ট নয় মানছেন বিসিবির এই প্রধান চিকিৎসক। তবে ক্রিকেটাররা ঘরে বসে নিজেকে ৮০ শতাংশ ফিট রাখতে পারলেও বাকিটা মাঠের প্রস্তুতিতে হয়ে যাবে বলেও জানিয়েছেন দেবাশীষ চৌধুরী। দেবাশীষ চৌধুরীর মতে,’ সরঞ্জাম কিনে দিতে পারলে ন্যূনতম ৮০ ভাগ ফিটনেস তারা ধরে রাখতে পারবে। তাছাড়া এখন আমাদের শতভাগ ফিটনেস দরকারও নেই। আউটডোর ট্রেনিংয়ে গেলে তিন সপ্তাহের মধ্যেই তা ফিরে পাওয়া যাবে। এই মুহুর্তে এটা আমাদের দিক থেকে চিন্তা ভাবনা।’
এদিকে মিরপুরে অবস্থিত শেরে বাংলা স্টেডিয়াম এলাকায় কোভিড-১৯ এর সংক্রমনের হার যথেষ্ট বেশি। এ মূহুর্তে ক্রিকেটারদের অনুশীলনের ব্যাবস্থা করাও অসম্ভব। কবে নাগাদ শুরু করা যাবে সে বিষয়েও নিশ্চিত ধারণা নেই কারওই। এজন্যই বিকল্প হিসেবে ফিটনেস সরঞ্জাম কিনে দেওয়ার কথা ভাবছেন বিসিবি। এতে মহামারী শেষে দ্রুত ক্রিকেটে ফিরতে সাহায্য করবে ক্রিকেটারদের।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ