নিউজ ডেস্ক »
গুঞ্জন ছিলো বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে আসতে চলেছেন সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। তবে শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। নির্বাচক প্যানেলে দেখা যায়নি খালেদ মাসুদ পাইলটকে। বেতন নিয়ে বনিবনা না হওয়াতেই বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাবেক এই উইকেট রক্ষক ব্যাটসম্যান৷
দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা মানব জমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদ মাসুদ পাইলট নিজেই এসকল তথ্য জানান৷ টাকার অঙ্কে বড় অঙ্কের বেতন হলেও আদতে সেটি একজন ব্যাক্তির জন্য যথেষ্ট নিরাপত্তা দিবেনা বলে তার ধারণা। পাইলট বলেন, ‘আমি প্রস্তাব পেয়েছিলাম নির্বাাচক হওয়ার। তবে বিসিবি তাদের সিদ্ধান্ত যা নেবার নিয়েছে। আমার কথা যদি বলি আপত্তি ছিল নির্বাচকদের যে সম্মানি দেয়া হয় তা নিয়ে। আমি মনে করি সেটা একেবারেই পর্যাপ্ত নয়। বাংলাদেশের টাকার হিসেবে করলে অনেক বেশি। কিন্তু আমি মনে করি না এতে জীবন চালানো নিশ্চিয়তা আছে। দল খারাপ করলেই বাদ দিয়ে দিবে। তখন কি করবো? কারণ এখানে আমি এত পরিশ্রম করবো, আমার সব কিছু বাদ দিয়ে সেখানে মানসম্মত সম্মানি না পাই তাহলে কাজ করে লাভ কি!’
এছাড়াও তিনি বরাবরই বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন। ঘরোয়া ক্রিকেটের বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লীগে স্বাধীনভাবে কাজের সুযোগ নেই বলের জানান পাইলট। এখানে চ্যাম্পিয়ন আগে থেকেই নির্ধারিত থাকে বলেও অভিযোগ বরাবরের৷ তাই তিনি সাফ জানিয়েছেন। লীগের এই পরিবেশ ঠিক না হলে এখানে কোচিংও করাবেননা।
বাংলাদেশ সময়: ১০:৩৫ এএম
নিউজক্রিকেট/কেএমএইচ