নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলছে বাংলাদেশে। এমন অবস্থায় খেলাধুলা চলার কোনো প্রশ্নই উঠেনা। ক্রিকেটাররা যে যার মত করে নিজেদের বাসায় অনুশীলন কিনবা ফিটনেস নিয়ে কাজ করছেন। এমন অবস্থায় ক্রিকেটারদের শারীরিক অবস্থা জানার জন্য বিসিবি চালু করেছিলোন ‘এজ টেন’ নামে একটি মোবাইল অ্যাপ। জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী মনে করেন এটি একটি ভালো পদক্ষেপ।
করোনাভাইরাস এখন ক্রিকেটেও ঢুকে পড়েছে। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্য আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাজমুল অপু ও নাফিজ ইকবাল। আর তাই বিসিবি ক্রিকেটারদের সুরক্ষার জন্য এই অ্যাপ চালু করে। এখানে ১৮টি প্রশ্ন থাকে। আর ক্রিকেটাররা এর উত্তর দিয়ে তাদের অবস্থান জানান।
এই ব্যাপারে রাহী বলেন, ‘আমার কাছে মনে হয় এটি ভালো একটি পদক্ষেপ। এখন যে পরিস্থিতি তাতে আমরা সবাই আতংকে আছি। ক্রিকেটাররাও এখন আক্রান্ত হচ্ছে। এখন আমাদের ভয় পেড়েছে। সে হিসেবে এটি আমাদের জন্য ভালো। আমরা আগেভাগে আমাদেত অবস্থান জানাতে পারছি।’
‘আমরা সকাল ৮টায় উঠে অ্যাপের উত্তর গুলো দিচ্ছি। আশা করি আমাদের কারোর বিষয়টা খারাপ লাগছেনা। এটা আমাদের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত। আমরা নিজেদের অবস্থা জানতে পারছি। সাথে ম্যানেজমেন্ট ও সব জানতে পারছে’ – সাথে যোগ করেন তিনি।
নিউজক্রিকেট/রীম