নিউজ ডেস্ক »
গত মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) সাথে চুক্তি শেষ হয় জাতীয় নারী দলের প্রধান কোচ অঞ্জু জৈনের। শেষ হওয়া চুক্তি আর নবায়ন হয়নি। ফলে শেষ হয় অঞ্জুর বাংলাদেশ অধ্যায়৷ এর মাঝে বিসিবি’রঅভিযোগ ছিলো অঞ্জু দলে গ্রুপিং করেছিলেন। সাথে ছিলো তার একক সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতা যার ফলে বিসিবি আর চুক্তি নবায়ন করেনি। কিন্তু এইসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অঞ্জু জৈন।
সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে অঞ্জু এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেন। বিসিবির সাথে তার সম্পর্কের ফাটল কি কারণে তা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আসলে বিসিবি ভালো বলতে পারবে৷ তারা মেয়েদের ক্রিকেট এগিয়ে নিতে অনেক চেষ্টা করছে। কিন্তু আমার ব্যাপারে যে অভিযোগ আছে তা সব ভিত্তিহীন। দলের পারফরম্যান্স যদি দেখেন তাহলে তারা উন্নতির দিকেই ছিলো।’
পরিসংখ্যান দেখলে অঞ্জুই বাংলাদেশ মেয়েদের সেরা সাফল্য এনে দিয়েছেন। অঞ্জুর অধীনেই বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপ জিতে। তিনি আরও বলেন, ‘ব্রিসবেনে আমরা ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু করি। ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে একটা সময় যে অবস্থায় ছিলাম, আমাদের জয়ের পাল্লাই বেশি ভারী ছিল। অল্পের জন্য হয়নি। আমাদের গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছিল। তাদের বিপক্ষে অতীতে খেলার কোনো অভিজ্ঞতাই ছিল না। তারপরও যতটুকু লড়েছে তা খুব খারাপ নয়। ঠিক সময়ে সবাই যদি সেরাটা দিতে পারতো, আমরা দু-তিনটা ম্যাচ জিততেও পারতাম। তাহলে কোনো আক্ষেপই থাকত না। পরিসংখ্যান তো সেটি বলবে না। বলবে আগের আসরের মতোই শূন্য হাতে ফিরেছে মেয়েরা।’
নিউজক্রিকেট/রীম