সাকিব শাওন »
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএলে) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেন ফরহাদ রেজা। তাঁর সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে তাঁর দল দক্ষিণাঞ্চল সংগ্রহ করেছে ৪৮৬ রান। জবাবে ৩ উইকেটে ১১০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল এখনও পিছিয়ে আছে ৩৭৬ রানে।
বড় রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে ঠান্ডা মেজাজে খেলা শুরু করেন তাঁদের দুই ওপেনার পিনাক ঘোষ এবং আশরাফুল। দলীয় ৬৩ রানে রাজ্জাকের বলে বোল্ড হয়ে ২৮ রান করে ফিরে যান আশরাফুল এরপর পিনাক ঘোষ কেও ৩৮ রানের মাথায় সাজঘরে পাঠান এই স্পিনার।
এরপর কায়েস ক্রিজে আসলেও টিকতে পারেন নি বেশিক্ষণ,২২ রান করে শফিউলের বলে ফিরে যান এই ব্যাটসম্যান। দিন শেষে মাহমুদুল ২১* রানে অপরাজিত রয়েছেন এবং অপরপ্রান্তে আফিফ রয়েছেন ০* রানে অপরাজিত।
এর আগে সকালে শামসুর রহমান কে সেঞ্চুরি বঞ্চিত করেন সাকলাইন সজীব, ৭৯ রান করা এই ব্যাটসম্যান কে ফিরিয়ে দিয়েছেন তিনি।একে একে শুভ, রাজ্জাক বিদায় নিলেও ক্রিজে থেকে যান ফরহাদ রেজা দেখেশুনে খেলতে খেলতে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১০৩* রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে তাঁকে সাপোর্ট দেওয়া শফিউল করেন ৩০ রান।