নিউজ ডেস্ক »
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ পিঠের ইঞ্জুরির কারণে খেলেননি জাতীয় দলের নতুন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সে ম্যাচের পর দেশের গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিলো সাইফুদ্দিন বড় দলের বিপক্ষে ইচ্ছে করে ভয়ে খেলেননি। ইঞ্জুরি শুধু বাহানা ছিলো। কিন্তু পরে এই খবরের সত্যতা মিলেনি। আর নিজের উপর এমন মিথ্যা অভিযোগ খারাপ লেগেছিলো সাইফুদ্দিনের।
সম্প্রতি ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে সাইফুদ্দিন এই ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে শেষে ৮ রান করে লাগতো। তখন মুস্তাফিজ আর আমি ছাড়া স্লগ ওভারে বল করার মত কেউ নেই। সার কারণে আমি মনের জোড়ে শেষের দিকে বল করে গিয়েছিলাম। পরে ড্রেসিং রুমে এসে নিজেকে জিজ্ঞেস করলাম নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবো নাকি পরের পুরো বিশ্বকাপ খেলবো। তারপর ফিজিওর কাছ থেকে চিকিৎসা নিয়। এর পর আবার খেলি। ইংল্যান্ডে আমাদের ৪,৫ ঘন্টা ধরে বাসে চলাফেরা করতে হত। এত সময় ধরে বসে থাকাটা আমার জন্য কষ্ট ছিলো। পিঠের সমস্যা হয়। এরপর আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলার পর ৪ ঘন্টা বাসে করে এসে নিজেকে আর নিতে পারছিলাম না। সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না।’
‘এরপর আমি টিম ম্যানেজমেন্ট কে বলে দিয়েছিলাম আমি পারবোনা। সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিয়েছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারার পর আমাকে নিয়ে মিথ্যা অভিযোগ তুলা হয়। দেশের মিডিয়া তোলপাড় হয়ে উঠে। কিন্তু এটার কোনো সত্যতা মিলেনি। এই ব্যাপারটা আমার খারাপ লেগেছিলো অনেক। মিলারের কাছে ৫ ছক্কার পর আমাকে নিয়ে সমালোচনা হয়েছিলো। কিন্তু সেটা মেনে নিয়েছি। কিন্তু আমার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা আমি মেনে নিতে পারিনি। সংবাদ করার আগে আরো যাচাই বাছাই করা উচিত ছিলো। তবে এখন আর আফসোস নেই। যা হওয়ার তা হয়েছে। আমার ভাগ্যে এটা লেখা ছিলো।’ – সাথে যোগ করেন সাইফুদ্দিন।
উল্লেখ্য, পিঠের ইঞ্জুরির কারণে সাইফুদ্দিন গত বিপিএল ও বেশ কিছু ঘরোয়া খেলা খেলতে পারেননি।পরে অপারেশন কিরে ৫ মাস পর গত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছিলেন।
বাংলাদেশ সময়ঃ ৮:৪০ পিএম
নিউজক্রিকেট /আরআর