নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ২০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি অক্টোবরে হতে যাওয়া টি-২০ বিশ্বকাপটি স্থগিত ঘোষণা করে দেয়। এই বিশ্বকাপটি স্থগিত হয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র আর্থিক কোনো ক্ষতি হয়নি বলে জানান বিসিবি’র প্রধান নির্বাহী নিজমাউদ্দিন চৌধুরী।
আজ গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সাময়িক ভাবে কিছু অর্থ কম পেলেও বছর শেষে সেটা সমন্বয় করা হবে।
এই ব্যাপারে তিনি বলেন: আইসিসির সদস্যদের মধ্যে আর্থিক বন্টন শুধু এই টুর্নামেন্টের উপর ভিত্তি করে হয় না। মূলত এটি হয় বার্ষিক ভিত্তিতে। এর মাধ্যমে আমরা সত্ত্বের টাকাটা পাবো। যেহেতু টুর্নামেন্টটি এখন হচ্ছে না সেহুতু কিছু সময়ের জন্য আমরা কিছু অর্থ কম পেতে পারি।”
পুনরায় আবার এই টুর্নামেন্ট মাঠে গড়ালে আইসিসি কাছ থেকে পুরো অর্থ পাবে জানিয়ে তিনি আরও বলেন,” পরে যখন টুর্নামেন্টটি অনুষ্টিত হবে তখন এটা সমন্বয় করা হবে। এইভাবেই ব্যাপারটা হয়। এয়া মূলত আইসিসি ও এসিসির ব্যাপার।”
এই বিশ্বকাপের পাশাপাশি এশিয়া কাপ ও ঘরের মাঠের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টেষ্ট সিরিজও স্থগিত হয়ে যায়। তবে ঘরের মাঠের এই দুই সিরিজ টেষ্ট সিরিজ হওয়াতে বেশি লাভ হত না বলে জানান তিনি। তাই সেদিক থেকে বেশি ক্ষতি হয়নি।
নিউজক্রিকেট/আরআর