বিশ্বকাপ রিপোর্ট, তামিম-রিয়াদকে নিয়ে যা বললেন পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপে কাপ ক্রিকেটে ভরাডুবির পেছনে একক কোনো ব্যক্তি দায়ী নয় বলে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খুব শীঘ্রই তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করা হবে। শনিবার (০৯ ফেব্রুয়ারি) বিসিবি পরিচালকদের সভা শেষে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।
ভারত বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন মাস হলো। কিন্তু বিশ্বকাপের ভরাডুবির কোনো সঠিক কোনো কারণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করা হয় প্রায় মাস পর। সেই রিপোর্ট বিসিবির কাছে জমা দেয়া হয়েছে।
নানা বিতর্ক আর নাটকের মধ্যে গুঞ্জন ওঠে তদন্ত রিপোর্টে একজন প্রভাবশালী বিসিবি পরিচালকের নাম উঠে এসেছে যার কারণে টাইগারদের পারফম্যান্সের এমন করুণ হাল। শনিবার বিসিবির পরিচালকদের মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন আসলেই কি সেই পরিচালক দায়ী
নাজমুল হাসান পাপন বলেন,  ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই।’
বোর্ড সভাপতি আরও বলেন,  ‘আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ঐ দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’
এসময় মাহমুদউল্লাহ রিয়াদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকা নিয়ে বিসিবি সভাপতি জানান তার পারফরম্যান্সেই না থাকার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি না। ধরুন, বিশ্বকাপের আগে কার কার অন্তর্ভুক্তি হচ্ছে, সেটার উপর নির্ভর করে বিশ্বকাপ দল কেমন হবে। এখন যে অবস্থা তাতে রিয়াদ দলের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য।’
তামিম ইকবাল ইস্যুতে পাপন জানান তার সঙ্গে আলোচনায় বসবেন। তামিম কেনো অবসর নিয়েছিলেন আর অধিনায়কত্ব ছেড়েছেন সেই কারণ আগে জানতে চান। পাপন বলেন, ‘তামিম যে একটা সিরিজের মাঝখানে একটা ম্যাচ খেলে খেলা ছেড়ে দিল, ওটা যে কেন ছেড়েছে, ওটাই এখনও জানি না। প্রথম সমস্যাই যদি আমরা না জানি, তারপর কী হলো না হলো এগুলোর সমাধান দিতে পারব না। ওটা আগে জানা দরকার। ওর (তামিম) কথাগুলো শোনা দরকার। কেন সে খেলা ছেড়ে দিয়েছিল? এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল।’
এর আগে বিসিবির পরিচালকদের দশম সভা অনুষ্ঠিত হয়। যেখানে আগামী এজিএমর আলোচ্য বিষয় এবং পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নিমান কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
নিউজক্রিকেট২৪/আরএ
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »