নিউজ ডেস্ক »
২০১১ বিশ্বকাপের ফাইনালের সঠিক এবং সুষ্ঠু তদন্ত চান লঙ্কান সাবেক নির্বাচক৷ এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা।
২০১১ সালে নিজেদের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয় করে ভারত। নিজেদের শেষ বিশ্বকাপে কিংবদন্তী শচীনকে বিশ্বকাপ হাতে বিদায় দিয়েছিলো ভারতীয় দল। তবে সে ম্যাচে ভারত ফিক্সিং করেছে বলে অভিযোগ করেন তখনকার লঙ্কান ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ আতুলগামাগ। তার মতে টাকার বিনিময়ে সেবার শ্রীলঙ্কার ম্যাচ জিতিয়ে দিয়েছিলো ভারতকে। এমন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয় ক্রীড়াঙ্গনে। অরবিন্দ ডি সিলভার দাবী এর সঠিক তদন্ত হওয়া উচিৎ৷
অরবিন্দ ডি সিলভা বলেন, ‘মিথ্যে বলে বার বার পার পেয়ে যাবে, তা হয় না। আমার অনুরোধ, আইসিসি, ভারতীয় বোর্ড (বিসিসিআই) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অবিলম্বে এ বিষয়ে তদন্ত শুরু করুক।’
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন সিলভা। ফাইনালের ম্যান অফ দি ম্যাচও তিনি। বিশ্বকাপ জয়ের অনুভুতি অনেক ভালোলাগার হয়। কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারেরও শেষ বিশ্বকাপ ছিলো এটি৷ শচীন-ধনীরা তাদের বিশ্বকাপ জয়ের সঠিক সম্মান পাক বলে দাবী সিলভার। ৯৩টি টেস্ট ম্যাচ খেলা সিলভা বলেন, ‘বিশ্বকাপ জেতার মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে। তেমনই শচীনও এই মুহূর্তকে কখনও ভুলতে পারবে না। তাই শচীনের মতো ক্রিকেটার আর বিশ্বের ক্রিকেট ভক্তদের আবেগ ও সম্মান রক্ষার্থে দ্রুত তদন্ত শুরু হোক। ভারত সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ডের তদন্ত করে দেখা উচিত যে, তাদের বিশ্বকাপ জয়ে কোনও গড়াপেটার ছায়া পড়েছিল কি না।’
নিউজ ক্রিকেট/কেএমএইচ