নিউজ ডেস্ক »
অনেক জল্পনা কল্পনার পরে আইসিসির জুন মাসের বোর্ড সভায়ও বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত আসেনি। ২০২০ টি-২০ বিশ্বকাপ এবং ২০২২ নারী বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় চায় আইসিসি৷ সময় নিয়ে ধীরে সুস্থেই পরিকল্পনা এগিয়ে নিতে চান সংশ্লিষ্টরা। আগামী বোর্ড সভা অর্থাৎ জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আইসিসি।
বুধবার (১০’ই জুন) আইসিসির বোর্ড সভা শেষে এসব কথা জানান আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে সম্প্রচার, ম্যাচ অফিসিয়াল, খেলোয়াড় স্টাফ সকলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ ধারণা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চায় আইসিসি।
এসময় আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সোহনি জানান, ক্রিকেটার এবং সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষা সবথেকে বেশী অগ্রাধিকার পাবে। সুরক্ষা ব্যাবস্থার উপরেই নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। সোহনির ভাষায়, ‘বিশ্বব্যাপী করোনা মহামারী পরিস্থিতি দ্রুত বিকশিত হচ্ছে এবং আমরা খেলাধুলার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সেরা সম্ভাব্য সুযোগ চাই। জড়িত প্রত্যেকের স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের অগ্রাধিকার।’
বিশ্বকাপ নিয়ে বারবার সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই। একবারেই যেহেতু সিদ্ধান্ত নিতে হবে সেটা একেবারে সবার পরামর্শ মেনে সকলের সুরক্ষার কথা চিন্তা করেই চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে জনান সোহনি।
‘আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মাত্র একবার সুযোগ পাব, ফলে এটি সঠিক হওয়া প্রয়োজন। আমরা আমাদের সদস্য, সম্প্রচারক, অংশীদার, সরকার এবং খেলোয়াড়দের সাথে পরামর্শ অব্যাহত রাখবো। যাতে আমরা একটি সঠিক এবং ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।’
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ