নিউজ ডেস্ক »
এই বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসে৷ এই বিশ্বকাপ জেতার পেছনের কারিগর ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কান কোচ নাভেদ নাওয়াজ। তার কোচিং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সফলতার অন্যতম কারণ।
তার কাজে সন্তুষ্ট হয়েছে বিসিবি। আর তাই আগামী ৩ বছরের জন্য তার সাথে চুক্তি বাড়িয়েছে বিসিবি। পরবর্তী ৩ বছর, অর্থাৎ আগামী ২০২৩ সাল পর্যন্ত তিনি যুবদলের হেডকোচ হিসেবে থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গেম ডেভেলপমেন্টের এক বিশ্বাস যোগ্য সূত্র।
শ্রীলঙ্কান সাবেক এই ক্রিকেটার অনেকদিন ধরেই বাংলাদেশ বোর্ডের সাথে কাজ করছিলেন। কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ারের মত ব্যাক্তিত্বেরও কাছে তার সফলতা চাপা পড়ে গিয়েছিলো। কিন্তু বোর্ড ঠিকই তার সামর্থ্য বুঝতে পেরেছে।
চুক্তি বেড়েছে স্টনিয়েরও। গতকাল তিনি ইন্সটাগ্রামে তার ২ বছর চুক্তি বাড়ার কথা সবাইকে জানান। এর জন্য তিনি বেশ উচ্ছাস প্রকাশ করেছেন।
নিউজক্রিকেট/রীম