বিশ্বকাপ আয়োজনে সকল বোর্ডকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইনজামামের

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে এখনও মাঠে ফেরেনি ক্রিকেট। আগামী ৮’ই জুলাই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। তবে বিশ্বকাপের মত বৈশ্বিক আসর আয়োজন করাটা কঠিন মনে করছেন অনেকেই। এদিকে বিশ্বকাপ না হলে সবথেকে বেশী লাভবান হবে ভারত। এই সময়ে আইপিএল আয়োজন করার কথাও রয়েছে ভারতের৷ গুঞ্জন আছে ভারতকে সুবিধা দিতেই এবার বিশ্বকাপ পেছাতে পারে আইসিসি। তবে এর বিরুদ্ধে সোচ্চার পাকিস্তানি সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক। কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য বৈশ্বিক টুর্নামেন্ট পেছানোর ঘোর বিরোধী তিনি। সকলকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন এই পাকিস্তানি সাবেক।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান রয়েছে ইংল্যান্ডে। এছাড়াও বিশ্বকাপ পিছিয়ে গেলে আইপিএল আয়োজন করবে ভারত। এইসব দলগুলো সামলাতে পারলে বিশ্বকাপ আয়োজনে সমস্যা দেখছেননা ইনজামাম উল হক। ইনজামাম বলেন,’ ভেতর থেকে অনেক খবরই শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার হবে না। অস্ট্রেলিয়া বলবে বিশ্বকাপের মতো বড় আসরের ১৬টি দলকে এই মুহূর্তে সামলানো তাদের জন্য কঠিন। দেখুন, পাকিস্তান দল এখন ইংল্যান্ডে আছে। সেখানে হোটেলে সব সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে আর দলগুলো কেন পাবে না?’

‘ভারতীয় বোর্ড অনেক শক্তিশালী এবং আইসিসিতেও তাদের প্রভাব রয়েছে। আর যদি অস্ট্রেলিয়া বলে দেয়, কোভিড ১৯ মহামারীর জন্য আমরা বিশ্বকাপ আয়োজন করব না, তাহলে তো ভারতের আরও সুবিধা হয়ে যাবে। কিন্তু সেই একই সময়ে অন্য টুর্নামেন্ট আয়োজিত হলে তো প্রশ্ন উঠবেই।’ আরও যোগ করেন ইনজামাম।

এ বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে বলেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সহ বিভিন্ন বোর্ডেকে। বিশ্বকাপ পিছিয়ে গেলে একই সময় অন্য কোন নিজস্ব টুর্নামেন্ট আয়োজন করা যাবেনা বলেও জানিয়েছেন তিনি। কোন নির্দিষ্ট দেশকে সু্বিধা দিতে বৈশ্বিক আসরকে পিছিয়ে দেয়া যাবেনা বলেও জননান তিনি। ইনজামামের দাবী,’ আমি এশিয়া কাপ নিয়েও কিছু গুঞ্জন শুনতে পারছি। আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং সব দেশের ক্রিকেট বোর্ডগুলোর উচিত একসাথে হয়ে বলা যে কোনো বড় টুর্নামেন্টের নির্ধারিত সময়ে একটি দেশের নিজস্ব লিগ আয়োজন করা যাবে না।’

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »