কামরুল হাসান রাকিশ »
বিশ্ব ক্রিকেটে এক জীবন্ত কিংবদন্তির নাম সাকিব আল হাসান। ক্রিকেট ইতিহাসে তার মতো এতো লম্বা সময় ধরে কেউ “অলরাউন্ডার” হিসেবে নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেনি। ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক সাফল্যে বিশ্বের বড় বড় বড় নামধারী সব অলরাউন্ডারদের পিছনে ফেলে নিজেকে বিশ্বের “নাম্বার ওয়ান অলরাউন্ডার” হিসেবে পরিচিত করান। আজ থেকে ঠিক এক বছর পূর্বে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। দিনটি ছিল ২০১৯ সালের আজকের এই দিন ৮ই জুন।
বাংলাদেশ টসে জিতে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের, ইংল্যান্ডের মাটিতে খেলা দাওয়াত আগে দিলে তারা ভালো ভাবেই তা উপভোগ করবে এটাই স্বাভাবিক। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রানের পাহাড়সম স্কোর ছুঁড়ে দেয় টাইগারদের সামনে। ব্যাটিংয়ের মাত্র ৮ রানের মাথায় সৌম্য সরকারকে প্যাভিলনে পাঠিয়ে ইংরেজ বাহিনীকে স্বস্তি দেন ইংলিশ পেসার জোফরা আর্চার। এর পরেই ব্যাটিংয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেট প্রাণ, বাংলার ক্রিকেটকে সারাবিশ্বে তুলে ধরার পিছনে যে ব্যক্তিটির অবদান অনস্বীকার্য নাম তাঁর “সাকিব আল হাসান”। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার অপূর্ণতা ছিল বিশ্বকাপে সেঞ্চুরি।
বিশ্বকাপের মতো আসরে ব্যাট-বলে উদ্ভাসিত সাকিবকে অনেকবার দেখা গেছে। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের অপূর্ণতা ছিলো একটি জায়গায়। উইকেট নিয়ে, হাফসেঞ্চুরি তুলে দলের জয়ে ভূমিকা রাখলেও সেঞ্চুরি পাননি কখনও। ইংল্যান্ডের বিপক্ষে সেই আক্ষেপটা ঘুচলো এবার। ৯৫ বলে তুলে নিয়েছিলেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। যা ওয়ানডেতে সাকিবের অষ্টম সেঞ্চুরি।
ইংল্যান্ডের বিপক্ষে শতরানের ম্যাজিক ফিগার গড়ার মধ্য দিয়ে সেই অপূর্ণতা ঘুচিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের ৩৩তম ওভারে এবারের বিশ্বকাপের সবচেয়ে গতিময় বোলার জোফরা আর্চারকে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ৯৫ বলে ৯টি চার ও এক ছক্কায় শতরানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। শেষে, ৩৯.৩ ওভারে ইংলিশ পেসার বেন স্টোকসের করা এক সফল ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরিয়ে যান সাকিব, ফিরিয়ে যাওয়ার আগে ১১৯ বলে ১২৪ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলেন সাকিব। বিশ্ব দরবারে সেই সেঞ্চুরি টি আজও অমলীন হয়ে আছে, বিশ্ব ক্রিকেটের সকল ভক্ত-সমর্থকদের কাছে।