বিশ্বকাপে ইচ্ছে করেই হেরেছে ভারত, অভিযোগ স্টোকসের!

নিউজ ডেস্ক »

২০১৯ সালে ইংল্যান্ড এবং ওয়েলস বিশ্বকাপে বেশ শক্তিশালী দল নিয়েই গিয়েছিলো ভারত। এশিয়ার দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী এবং দাপটও দেখাচ্ছিলো তারাই। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেও সেখানেই থেমে যায় তাদের জয়রথ। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ভিরাট কোহলির দল। সেবার গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ হেরেছিল ভিরাট কোহলির দল। তবে সেটিও নাকি ইচ্ছে করেই হেরেছিল মাহেন্দ্র সিং ধোনি৷

সম্প্রতি নিজের আত্মজীবনী মূলক বই “অন ফায়ার” এ এসকল তথ্য জানান ইংলেন্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। নিজের বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বর্ননাই দেয়েছেন এই বইয়ে যেখানে তিনি ভারতের বিপক্ষে জয়কে ভারতের দান বলে উল্লেখ করেছেন। ভারতীয়রা ঐ ম্যাচর ২ ওভার আগেই জিতে নিতে পারতো। তবে মহেন্দ্র সিং ধোনির অলস ব্যাটিংয়ে ব্যাবধান কমলেও হার এড়াতে পারেনি ভারত। বেন স্টোকস বলেন,’ ভারতের বিপক্ষে সেই ম্যাচ নিয়ে স্টোকস লিখেছেন, ‘শেষ ১১ ওভারে ১১২ রান দরকার এমন অবস্থায় খেলতে নেমে ধোনি অদ্ভুতভাবে খেলল। বাউন্ডারি মারার পরিবর্তে ১রান করে নেওয়াতেই ওর বেশি লক্ষ্য ছিল। কমপক্ষে ১২ বল হাতে রেখে ম্যাচটা জিততে পারত ভারত।’

এছাড়াও সেদিন মাহেন্দ্র সিং শেষের দিকে ব্যাট চালিয়ে খেললেও ততক্ষণে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যায় বলে সে রান আর কাজে আসেনি বলে লেখেন স্টোকস৷ স্টোকসের ভাষায়, ‘ ইংল্যান্ড ড্রেসিংরুমের ধারণা ছিল ধোনি খেলা শেষ দিক অবধি নিয়ে যেতে চেয়েছিল। হয়তো সেই কারণে সে রানরেট আয়ত্তে রাখার চেষ্টা করছিল। ধোনি সেই ম্যাচে ৩১ বলে ৪২ রানে অপরাজিত ছিল। তবে এই ইনিংসের অধিকাংশ রানই এসেছিল শেষ ওভারে, যখন খেলার ফয়সালা হয়ে যায়।’

বাংলাদেশ সময়ঃ ৪:২৫ পিএম

নিউজ ক্রিকেট২৪ / কেএম আবু হুরায়রা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »