নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে আজ মাঠে নামছে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ ভারতের জন্য সেমিফাইনাল নিশ্চিতের লড়াই। জিতলেই সবার আগে শেষ চার নিশ্চিত করবে রোহিত শর্মার দল।
আজ (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পরস্পরের মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে দুই দলই নিজেদের সেরা একাদশ মাঠে নামবে।
এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে দুই দল মোট ১৬৭ বার মুখোমুখি হয়েছে। তাতে ভারতের জয় ৯৮টি ম্যাচে এবং শ্রীলঙ্কা ৫৭টি ম্যাচে জয়লাভ করেছে। একটা ড্র এবং ১১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটি করে ম্যাচ জিতেছে দুই দলই। একটি ম্যাচের ফল হয়নি। গত পাঁচ আসরের মধ্যে চারবারই শ্রীলঙ্কাকে হারায় ভারত। গত বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে সাত উইকেটে জিতেছিল ভারতীয়রা।