নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে আজ (শুক্রবার) লাখনাওতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আসরে একের পর এক চমক দেখানো আফগানিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
আসরে এখন অব্দি ৬ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে আফগানিস্তান।
আজ নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলে, পাকিস্তানকে টপকে ৫ম স্থানে উঠে আসার দারুণ সুযোগ আফগানদের সামনে।
অন্যদিকে চলতি আসরে সমানসংখ্যক ম্যাচ খেলে ২ ম্যাচ জিতে নেদারল্যান্ডস রয়েছে পয়েন্ট টেবিলের ৮ম স্থানে।আফগানিস্তানের সাথে আজকের ম্যাচে জয় পেলে ডাচদের সামনে দারুণ সুযোগ থাকছে শ্রীলঙ্কাকে টপকে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে উঠে আসার।