fbpx

বিশ্বকাপে আজ উইন্ডিজদের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

চলমান আইসিসি বিশ্বকাপে নিজেদের ৫ম ও আসরের ২৩তম ম্যাচে আজ উইন্ডিজদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি ফাইনাইলের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে ম্যাচটিতে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় খলনায়ক বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

সোমবার টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

নিজেদের চতুর্থ ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়াতে সেমি-ফাইনাইলে যেতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে টাইগারদের বিপক্ষে জয়ের জন্য মরিয়া ক্যারিবীয়রা।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে টাইগারদের থেকে এক ধাপ এগিয়ে অবস্থান করছে ক্যারিবীয়রা। ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে উইন্ডিজ আর ৮৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »