“বিশ্বকাপের স্বপ্নসারথিরা” পর্বঃ ৪ সাকিব আল হাসান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো নক্ষত্রের জন্ম হয়েছে সেই নক্ষত্র গুলোর মধ্যে সবচেয়ে জ্বল জ্বল করে জ্বলতে থাকা উজ্জ্বল তারাটি হচ্ছেন তিনি,বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্জ্বাপন সাকিব আল হাসান।অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দলের সেনাপতির মতো পুরো দলকে বিরতিহীন ভাবে সেবা দিয়ে আসছেন তিনি।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তির ঝুলিতে জমা হয়ে অজস্র প্রাপ্তি।
আসন্ন বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারের ৪র্থ বিশ্বকাপ খেলবেন সাকিব।আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ট্রাম কার্ড হচ্ছেন তিনি।সাকিবের একাই সামর্থ্য আছে নিজের দিনে প্রতিপক্ষকে একাই গুড়িয়ে দেওয়ার।আসন্ন বিশ্বকাপ নিয়ে সাকিবেরও দুই চোখে অনেক স্বপ্ন।মাঠে দলীয় ভাবে নিজেদের সেরাটুকু দিয়ে সাকিবেরও স্বপ্ন এবার বিশ্ব জয় করার।

আসন্ন বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিশ্বকাপ নিয়ে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে সাকিব জানিয়েছেন নিজের স্বপ্নের কথা, বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেন” ২০১৯ বিশ্বকাপ আমাদের জন্য হতে যাচ্ছে অনেক স্বপ্নের।আমরা সেরা একটি স্কোয়াড নিয়ে যাচ্ছি এবার বিশ্বকাপে। আমাদের সামর্থ্য আছে যে কোন দলকে হারানোর। আমরা আমাদের কাজ গুলো ঠিকভাবে করতে সক্ষম হলে যে কোন প্রতিপক্ষকে হারাতে পারি।বিশ্বকাপে আমাদের ভাল শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভাল কিছু উপহার দিতে পারবো দেশবাসীকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »