বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে আইসিসির আগামী বোর্ড সভায়!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠার কথা ছিল।বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা কোভিড-১৯ করোনাভাইরাসের প্রভাবে যথাসময়ে আসরটি হচ্ছে না।যদিও এখন অব্দী আসর স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি আইসিসি।মুলত করোনার কারনে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত না হওয়ায় এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হলে, কবে নাগাদ আবার আয়োজন করা হবে,এবং কিভাবে পরবর্তীতে আবার আসরটি মাঠে গড়াবে এসব ব্যাপারে পরিকল্পনা সাজিয়ে এরপর চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, এমনটাই জানিয়েছেন বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সংবাদ সংস্থা এএনআই’কে আইসিসির একটি বিশ্বস্ত সূত্র হতে জানানো হয়েছে: আগামী সপ্তাহে বসতে পারে আইসিসির সভা।যদিও এই সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।আর ওই সভায় টি-টুয়েন্টি বিশ্বকাপ ও আইসিসির ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হবে, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর/ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »