নিউজ ডেস্ক »
বাংলাদেশে বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা নিয়ে আলোচনা, সমালোচনায় টালমাটাল গোটা দেশ। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তামিম জানিয়েছেন তিনি কেন বিশ্বকাপে খেলতে চান নি। এবার তার ঘন্টা পাঁচেক পরেই ক্যামেরার সামনে খোলামেলা কথা বললেন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করা সাকিব আল হাসান।
টি-স্পোর্টসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব জানান বিশ্বকাপের পরে একদিনও অধিনায়কত্ব করবেন না তিনি। এমনকি এশিয়া কাপের পরে গেল ১৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার অফিশিয়াল চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু দেশের কথা চিন্তা করে, বিশ্বকাপে দলের পারফরম্যান্স যেন ভালো হয় এমনটা চিন্তা করে সাকিব বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। এর বাইরে তিনি একটা দিনও জাতীয় দলের অধিনায়কত্ব করবেন না।
এ ব্যাপারে সাকিব বলেন, “আমি আমার ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছি। আমি এখন ক্রিকেটটাকে উপভোগ করতে চাই, দলের হয়ে খেলতে চাই এবং পারফর্ম করতে চাই। এই বয়সে এসে অধিনায়কত্ব করা এটা একটা চাপের বিষয়।”