নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে “বাংলাদেশ এগিয়ে যাও” শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও বাজারে এনেছে ক্রিকেটের সমর্থকরা।
বাংলাদেশে প্রায় প্রতিটি ক্রিকেটারেরই আলাদা আলাদা সমর্থকগোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে অন্যতম তামিমিয়ান্স ফ্যান্স অব তামিম সংক্ষেপে টিম তামিম। এবার সেই বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিমের ভক্তরা টাইগারদের শুভ কামনা জানিয়ে তৈরি করেছেন একটি মিউজিক ভিডিওটি।
আজ সোমবার (২৭ মে) তামিম ইকবালের ফেসবুক ভেরিফাইড পেইজে দুপুর ১২টা ২০ মিনিটে প্রকাশ করা হবে মিউজিক ভিডিওটি। একইসাথে প্রকাশ করা হয়েছে টিম-তামিমের ইউটিউব চ্যানেলেও।
“বাংলাদেশ এগিয়ে যাও” শিরোনামের গানটি গেয়েছেন তরুণ শিল্পি আল-আমিন সাদ। গানের কথাগুলো লিখেছেন সাইফুল ইসলাম সাইফ। মিউজিক ডিরেক্টর রনি খান, এডিটিংয়ে ছিলেন সাকিবুল জামান। আর সার্বিক সহযোগিতায় ছিলেন টিম তামিমের সিনিয়র এডমিন ও টিম তামিমের ম্যানেজার মারুফ ইসলাম ইফতি।
“বাংলাদেশ এগিয়ে যাও” মিউজিক ভিডিওটি সাড়া ফেলুক টাইগার ক্রিকেট সমর্থকদের মনে নিউজক্রিকেট টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে শুভ কামনা রইলো।
ভিডিওটির ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=jyOe3rpWEpY