বিশ্বকাপের জন্য বিসিবির ফিটনেস পরীক্ষায় থাকছে ভিন্নতা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ততা বিসিবিতে। কিছুদিন পরই রয়েছে জিম্বাবুয়ে সিরিজ, এরপর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই আসরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের।

ইতোমধ্যেই নির্বাচকরা নিজেদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন, যদিও অনেক সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। ২১ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের কোচের। ২২ এপ্রিল থেকে ডিপিএলের সুপার লিগ পর্ব শুরু হলেও জাতীয় দলের ক্রিকেটারদের সবগুলো ম্যাচে অংশ নেয়ার সম্ভাবনা কম।

জিম্বাবুয়ে সিরিজের চেয়েও নির্বাচকরা এখন বেশি মনোযোগী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে একটু অন্যভাবে। জানা গেছে, ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিতে হবে শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ইয়ো ইয়ো টেস্টও দিতে হবে ক্রিকেটারদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »