বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করেছে নিউজিল্যান্ড-পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির লক্ষ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় সারির দল হলেও, বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করতে মুখিয়ে আছে নিউজিল্যান্ডের তরুণরা। এই সিরিজ দিয়ে দ্বিতীয় দফায় অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন পাকিস্তানের বাবর আজম।

মাত্র এক সিরিজ নেতৃত্ব দেয়া শাহিন শাহ আফ্রিদির জায়গায় পুনরায় পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পান বাবর। হঠাৎ করেই অধিনায়ক বদলে খেলোয়াড়দের মধ্যে সর্ম্পকের অবনতির গুঞ্জন উঠে। কিন্তু নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে সেনাবাহিনী ঘাটিতে ফিটনেস ক্যাম্প করায় খেলোয়াড়দের মধ্যে সর্ম্পকের মেলবন্ধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ জানান, সকলের ভাবনায় এখন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিনি বলেন, ‘নির্বাচিত দলটির প্রতি আমার পূর্ণ আস্থা আছে এবং দলের মনোবল বেশ ভালো । বিশ্বকাপে আমরা যেন আমাদের সেরাটা উজাড় করে দিতে পারি, এজন্য নিজেদের ভুলগুলো কাটিয়ে উঠতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো দলকে হালকাভাবে নিতে পারবেন না। নিউজিল্যান্ড গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে না রাখায় এই সিরিজটি তরুণ খেলোয়াড়দের বড় সুযোগ।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব থেকে বিদায় নেয়ার পর বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়েন বাবর। পাশাপাশি প্রধান কোচ, কোচিং প্যানেলের স্টাফ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে জাকা আশরাফকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »