https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)। নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় দলে ফিরেছন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।
এদিকে দলে জায়গা পাননি পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে ৯২ রান করা পিটার হ্যান্ডসকম্ব। এদিকে দলে জায়গা হয়নি অ্যাস্টন টার্নারেরও। বল হাতে গতির ঝলক দেখাতে থাকবেন না জশ হ্যাজেলউড। মূলত ইনজুরিতে পড়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে থাকার ফলে তাঁর বদলে ভিন্ন পেসারের কথা ভেবে রেখেছে বোর্ড, যার প্রতিফলন দেখা গিয়েছে স্কোয়াডে।
এদিকে স্মিথ ওয়ার্নারকে দলে নেয়ার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “দুজনেই (স্মিথ এবং ওয়ার্নার) বিশ্বমানের ক্রিকেটার। আইপিএলে তাদের ভালো ফর্ম দেখাটা পরিতৃপ্তের।”
স্কোয়াডে ফিরলেও অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়নি স্মিথের হাতে। তাই বিশ্বকাপে অজিদের অধিনায়ক থাকছেন অ্যারোন ফিঞ্চ।
এক নজরে অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপ স্কোয়াডঃ অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহেরন্ড্রফ, অ্যালেক্স ক্যারি, উসমান খাজা, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার এবং মার্কাস স্টয়নিস।