নিউজ ডেস্ক »
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে ভারতে। কিন্তু এই আসর গুলো ভারত থেকে সরিয়ে নেয়া হতে পারে।
মূলত আইসিসি আর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিয়াইয়ের ৪ বছর আগের ঘটনাকে কেন্দ্র করে এমন দন্দ* লেগেছে।
গত ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন করেছিলো ভারত। আর বিসিসিয়াইয়ের দেয়ার কথা ছিলো বিশাল অঙ্কের কড়। কিন্তু এখন পর্যন্ত বিসিসিয়াই আইসিসিকে এই কড় বুঝিয়ে দিতে পারেনি।
যার ফলে আগামী ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ভারত বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে সংশয়। কর দেয়া নেয়ার ব্যাপারে আইসিসি আর বিসিসিআইয়ের মধ্যে অনেক ই-মেইল দেয়া নেয়া হচ্ছে। যা তাদের মধ্যে সুসম্পর্কের মাঝে ফাটল ধরিয়েছে।
২০১৬ সালের বিশ্বকাপের কড় ভাবত বিসিসিয়াইয়ের কাছ থেকে আইসিসি প্রায় ২৩ মিলিয়ন ডলার পাবে আইসিসি। কিন্তু তা এখনো পরিশোধ করতে ব্যার্থ বিসিসিয়াই। আর এই কড় দেয়ার বিষয়ে আগামী ২০২১ সালের বিশ্বকাপের আগে সমাধান চাইছে আইসিসি।
এইদিকে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যেখানে বলা হচ্ছে কড়ের এই বিষয়ে সিদ্ধান্ত না আসলে ভারত থেকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের বিশ্বকাপ সরিয়ে নেয়া হবে।
এমন পরিস্থিতিতে বিসিসিয়াই করোনাভাইরাসের কারণ দেখিয়ে আইসিসির সাথে যোগাযোগ করছেনা। আইসিসির ব্যাবসায়ীক কমিটি (আইবিসি) বিসিসিআইয়ের সাথে আলোচনা করেছিলো আগে। যেখানে তারা গত ১৮ই মে বকেয়া কড় নিয়ে সমাধানে যাওয়ার কথা ছিলো। কিন্তু তা এখনো হয়নি।
বিসিসিআই পরবর্তীতে বলেছে আগামী ৩০ জুন কিনবা লকডাউনের একমাস পরে অব্দি সময় বাড়াতে। কিন্ত আইবিসি এতে রাজি নয়, জানিয়েছে আইসিসি।
যার ফলে বিসিসিআই ধারণা করছে তাদের বিরুদ্ধে আগামী ২টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ সময়ঃ ১২:৩০ পিএম
নিউজক্রিকেট/আরআর