নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী ডেভিড উইলি।
আজ (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের এ ঘোষণা দিয়েছেন উইলি।
ইনস্টাগ্রামে উইলি লেখেন, আমি কখনো এই দিনটির দেখা পেতে চাইনি। শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তাই ভেবেচিন্তে দেখলাম এবং বিবেচনার মাধ্যমে বুঝলাম আমার অবসরের সময় হয়ে গেছে। বিশ্বকাপের পরেই সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।
তিনি আরও লেখেন, আমি গর্বের সঙ্গে দলের জার্সি পরেছি। নিজেকে উজাড় করে দিয়েছি। আর সাদা বলের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সৌভাগ্যবান মনে করি। এই দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় রয়েছেন। এই পথ পাড়ি দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমার স্ত্রী-সন্তান, বাবা ও মা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।