বিশপের দশক সেরা একাদশে সাকিব!

নিউজ ডেস্ক »

গত দশ বছরে ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশ নির্বাচন করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। একাদশে এক মাত্র বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। গত দশ বছরের সাকিবের অলরাউন্ড নৈপূন্যের কারণে বিশপ তাকে তার দলে রেখেছেন।

সম্প্রতি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সাথে কথোপকথনে এই একাদশ নির্বাচন করেছেন বিশপ। তবে এই একাদশে জায়গা হয়নি ইংল্যান্ডকে সদ্য বিশ্বকাপ জেতানো বেন স্টোকসের।

বিশপের একাদশে ভারত থেকে রয়েছে সর্বোচ্চ ৩ জন। তারা হলেন রোহিত শর্মা, ভিরাট কোহলি ও মাহেন্দ্রা সিং ধোনি। অস্ট্রেলিয়া থেকে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। নিউজিল্যান্ড থেকে আছেন শুধু মাত্র রস টেইলর। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন এবিডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। শ্রীলঙ্কা থেকে আছেন লাসিথ মালিঙ্গা। এবং সব শেষে লেগ স্পিনার হিসেবে আফগানিস্তান থেকে বিশপ তার দলে নিয়েছেন রশিদ খানকে। এই দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে।

দেখেনিন ইয়ান বিশপের একাদশঃ-

১. রোহিত শর্মা
২.ডেভিড ওয়ার্নার
৩. ভিরাট কোহলি
৪. এবিডি ভিলিয়ার্স
৫. রস টেইলর
৬. সাকিব আল হাসান
৭. মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)
৮. মিচেল স্টার্ক
৯. ডেল স্টেইন
১০. লাসিথ মালিঙ্গা
১১. রশিদ খান

বাংলাদেশ সময়ঃ ৯:৫৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »