নিউজ ডেস্ক »
করোনা পরবর্তী মাঠে ক্রিকেট ফিরেছে গত ৮’ই জুলাই। তবে মাঠে ফেরা হয়নি ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের। তবে দ্বিতীয় টেস্টে মাঠে ফিরেই এক বিরল রেকর্ডের মালিক বনে গেলেন ইংলিশ এই পেসার।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার বাবা এবং ছেলে একই সাথে মাঠে নামলেন। না এবার খেলোয়াড় নয়। বাবা ছিলেন আম্পায়ার। এমনটিই ঘটেছে গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে। টেস্ট ক্রিকেটে এমন রেকর্ড আর দ্বিতীয় নেই।
সম্প্রতি করোনা ভাইরাসের কারণে আইসিসির করা স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার দ্বায়িত্বের নিয়ম চালু করার জন্যই এটি সম্ভব হয়েছে। এর আগে টেস্ট ক্রিকেটর এমরন কোন ঘটনা না ঘটলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটোনা ঘটেছিলো যেখানে কেনিয়ার প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। সেবার মাঠে আম্পায়ার হিসেবে ছিলেন সুভাস মোদি এবং মাঠে খেলছিলেন ছেলে হিতেস মোদি।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ