বিয়ে করলেন নাজমুল হোসেন শান্ত

নিজস্ব প্রতিবেদক »

বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহীর পর তিনি এই পবিত্র কাজ সম্পূর্ণ করেন। শান্তর বিয়ের খবর আজ জানা যায়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করে এই বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে শান্ত’র সাথে কথা হলে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে তিনি বলেন, ‘আজ নতুন জীবন শুরু করেছি। সবার কাছে দোয়া চাইছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

জানা যায়, শান্ত তার অনেক দিনের বান্ধবী সাবরীন সুলতানা রত্নার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। রত্না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বর্তমানে তিনি অনার্স ৩য় বর্ষে পরিসংখ্যান নিয়ে লেখাপড়া করছেন। তিনি রাজশাহীতে বসবাস করেন।

২০১৭ সালে টেস্ট ক্রিকেট দিয়ে জাতীয় দলে এসেছিলেন শান্ত। তিনি অনূর্ধ্ব-১৯ দলে ভালো পারফরম্যান্স করে সবার নজরে আসেন। জাতীয় দলের এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনো। ৪ টেষ্ট খেলে করেছেন ২০১ রান। ৫ ওয়ানডে খেলে করেছেন ৫৫ রান।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »