বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেহেদি হাসান

নিউজ ডেস্ক »

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলে সদ্য ডাক পাওয়া তরুণ অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। তার স্ত্রীর নাম ঋতু। তারা পারিবারিক ভাবেই গতকাল বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

আজ দেশের সংবাদ মাধ্যম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন মেহেদি। তিনি জানান তারা আগে থেকে পরিচিত ছিল। তার স্ত্রী খুলনা সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক ২য় বর্ষে লেখাপড়া করছেন।

তিনি বলেন, “গতকাল আমরা বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম ঋতু। খুলনা সরাকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক ২য় বর্ষে পড়ছে। আমাদের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল। কিন্তু বিয়েটা হয়েছে পারিবারিকভাবে।”

এই লকডাউনে দেশের ক্রিকেটারদের বিয়ের হিড়িক পড়েছে। কয়েকদিনের ব্যাবধানে ৫ ক্রিকেটারের বিয়ে করেছেন। তারা হলেন আবু জায়েদ রাহী, নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম আর গতকাল মেহেদি হাসান।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »