বিপ্লবের বাবার শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ জাতীয় দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ শ্বাসকষ্টে ভোগা বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস বর্তমানে মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ ব্যাপারে আমিনুল ইসলাম বিপ্লবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে আজ সন্ধ্যায় নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে তিনি জানান, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। বোর্ড থেকে সাহায্য করা হচ্ছে। ডাক্তারের সাথে নিয়মিত কথা বলা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে। ‘

এর আগে গত দুদিন ধরে বিভিন্ন হাসপাতালে ঘুরেও অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ভর্তি করাতে পারছিলেন না বিপ্লব। ১০ জুন বিকেলে মিরপুর হার্ট ফাউন্ডেশনে অসুস্থ বাবাকে নিয়ে গেলে সেখানেও ভর্তি করাতে পারছিলেন না বিপ্লব। পরে বাধ্য হয়ে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে এ ব্যাপারে জানালে তাঁর মাধ্যমে এই হাসপাতালে ভর্তি করা হয় বিপ্লবের বাবাকে।

প্রসঙ্গত, করোনাকালে নিজের বেতনের ৫০ শতাংশ দিয়ে অসহায় মানুষদের সাহায্য করেছিলেন বিপ্লব। কিন্তু নিজের বাবার অসুস্থতার সময়টাতে এমন ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। যদিওবা খারাপ এই সময়টাতে ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন তিনি৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »