নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে বর্তমানে স্থগিত আছে দেশের ক্রিকেট। ক্রিকেটাররা ব্যাক্তিগত ভাবে অনুশীলনে ফিরলেও ক্রিকেট পুরোপুরি মাঠে ফিরেনি। এমন অবস্থায় অনেক আন্তর্জাতিক সিরিজ ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে। স্থগিত হয়েছে এই বছরের এশিয়া কাপও। এবারের আসরটি আগামী বছর জুনে। দেশের শীর্ষ ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলও করোনা পরিস্থিতির কারণে বন্ধ আছে।
বৃষ্টির এই মৌসুমে ডিপিএল আয়োজন কিভবে সম্ভব তা নিয়ে এখনো কানাঘুষা চলছে। সাথে করোনা প্রভাবতো আছেই। এমন সময় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আছে সংশয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ অস্ট্রেলিয়া। তারা করোনাভাইরাসের কারণে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে দ্বন্দ্বে আছে।
যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে এবছর বাংলাদেশেত কোনো আন্তর্জাতিক ম্যাচ আর নেই। ডিপিএলও যদি না হয় তাহলে বিপিএল দিয়ে দেশের ক্রিকেট মাঠে ফিরতে পারে,এমনই এক ইঙ্গিত দিলেন বিসিবি পরিচালক মাহাবুব আনাম।
এক লাইভ অনুষ্ঠানে তিনি বলেন,” আমরা অবশ্যই নির্ধারীত সময়ে এটি( বিপিএল) আয়োজন করতে চাই। এটিতে আন্তর্জাতিক মানের একটি স্বাদ আছে। যদি আন্তর্জাতিক ক্রিকেট আর না গড়ায় তাহলে নির্ধারীত সময়ে নভেম্বর -ডিসেম্বরের দিকে বিপিএলের কথা মাথায় আছে।”
নিউজক্রিকেট/ রীম