বিপিএল খেলতে ফেরত আসছেন দুই পাক ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুণ খেলছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। একই দলের হয়ে খেলছেন দেশটির অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রস্তুতি নিতে নিজ দেশে ফিরে গিয়েছিলেন তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আবারও সিলেটে যোগ দিচ্ছেন এই দুই ক্রিকেটার।

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়েছে, লিগ পর্বের শেষ ম্যাচে সিলেটের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম।

সিলেটের হয়ে দারুণ খেলেছেন আমির। যেখানে বল হাতে ১৩ উইকেট শিকার করেছেন। সমান সংখ্যাক ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন ইমাদ।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছেন দলটি।

আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »