বিপিএল খেলতে চান উইলিয়ামসন!

নিউজ ডেস্ক »

অন্যান্য দেশের মতো করোনার ভয়াবহতার প্রকোপ নিউজিল্যান্ডেও পড়লেও দ্রুত লকডাউন ও ব্যবস্থা গ্রহণের ফলে অবস্থা ভালোর দিকেই এগুচ্ছে। তামিম ইকবালের সাথে পূর্ব নির্ধারিত লাইভ শো’য়ে কেন উইলিয়ামসন এ কথা জানান।

গত কিছুদিন আগেই তামিম ইকবালের লাইভে সাউথ আফ্রিকান ফাফ ডু প্লেসি জানায় তার বিপিএল খেলার ইচ্ছে আছে। তারপর ই আজকের লাইভে কেন উইলিয়ামসনকে বিপিএল খেলার ইচ্ছা আছে কিনা প্রশ্ন করলে তিনি জানান, ‘হ্যা ইচ্ছে আছে। সুযোগ পেলে আসার চেষ্টা করবো।এই লীগ সম্পর্কে আমার জানা আছে।’

বিগব্যাশ,আইপিএলের পর সবচেয়ে জনপ্রিয় লীগ হিসেবেই বিপিএল কে ধরা হয় গেইল,আফ্রিদি,ম্যাককুলাম,ওয়াটসন,রাসেল,পোলার্ড সহ সহ অনেক বড় বড় খেলোয়াড় ই খেলেছেন বিপিএল। করোনার ভাইরাসের মধ্যে জনমনে কিছুটা বিনোদনের জন্যই তামিম ইকবালের এই লাইভ সেশন গুলো করা। সেখানেই তামিমের প্রশ্নের জবাবে বিপিএল খেলার ইচ্ছার কথা জানান কেন উইলিয়ামসন।

বাংলাদেশ সময়: ০৪:০৫ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »