বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি যে পাঁচ পেসার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ আসরে সর্বোচ্চ রান করা নাজমুল হোসেন শান্তের ধারেকাছে কেহ না থাকলেও উইকেট শিকারে সেরা পাঁচে একে অপরের কাছাকাছি।
গতকাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট। ১৭৬ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ছুঁয়েছে কুমিল্লা।
এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় একসঙ্গে দুজনের নাম উঠে এসেছে। এদের মধ্যে একজন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম আর অন্যজন রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। আসরে দুজনই সমান ১৭টি করে উইকেট শিকার করেছেন।
ইনিংস হিসেবে এগিয়ে রয়েছেন তানভীর। যেখানে ১২ ইনিংসে ১৭ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার। সেখানে ১৪ ইনিংস খেলেছেন হাসান মাহমুদ। তানভীরের সেরা বোলিং ফিগার ৪/৩৩, হাসানের ৩/১২।
এছাড়া ১২ ম্যাচে ১৬ উইকেট শিকার করে  তালিকার তিন নম্বরে রয়েছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক অফস্পিনার নাসির হোসেন। চার নাম্বারে থাকা রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ১১ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন।
সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচে রয়েছেন ফাইনাল খেলা সিলেট স্ট্রাইকার্সের পেসার রুবেল হোসেন। যেখানে ৮ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন এ পেসার।
এস.আর/নিউজক্রিকেট২৪
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »