নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএলের উইকেট নিয়ে অভিযোগ নতুন কিছু নয়।লো স্কোরিং ম্যাচ, রান কম হওয়া, ব্যাটসম্যানদের সুবিধা কম থাকা এমন অনেক অভিযোগ প্রায় প্রতিটি বিপিএলের কমন চিত্র।
কিন্তু এবার ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। এর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এবারের বিপিএলের গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বোর্ড সভাপতি নিজেই। এছাড়া সদস্য সচিব হয়েছেন তার সঙ্গেই বিসিবির পরিচালক হওয়া নাজমুল আবেদীন ফাহিম।সদস্য হিসেবে আছেন মাহবুব আনাম ও ফাহিম সিনহা।
ফারুক বলেন, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা।ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না, একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করবো এবার যেন ভালো উইকেট হয়। ’