নিউজ ডেস্ক »
রাজধানীর ব্লু রেডিসন হোটেল আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার ড্রাফট। মোট সাতটা ফ্র্যাঞ্চাইজি এ ড্রাফট থেকে প্লেয়ারদের দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে। আগেরবারের ঢাকা ডোমিনেটর্স ফ্র্যাঞ্চাইজির বদলে এবার অংশ নিয়েছে দুর্দান্ত ঢাকা নামের নতুন একটি ফ্র্যাঞ্চাইজি।
প্লেয়ার ড্রাফটে বেশি-বিদেশী প্লেয়ারদের অন্যবারের তুলনায় এবার বেশিই চাহিদা ছিলো। ফ্র্যাঞ্চাইজিগুলো চেষ্টা করেছে বড় বড় নামগুলোকে দলে ভেড়াতে। একইসাথে তরুণ ক্রিকেটারদের প্রতিও সবার ছিলো বেশ আগ্রহ। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এ নিলামে দল পাননি মোঃ আশরাফুল, মুমিনুল হক, সাব্বির রহমানের মত প্লেয়াররা। এ তিনজন ক্রিকেটার ছিলেন নিলামে উপেক্ষিত। বেশ কয়েকবার তাদের নাম ঘোষণা করার সুযোগ আসলেও তাদেরকে এড়িয়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে এখনো এ তিনজনের বিপিএল খেলার সুযোগ রয়েছে। ফ্র্যাঞ্চাইজিরা চাইলে নিলামে বাইরে থেকে সরাসরি চুক্তির মাধ্যমে তাদেরকে দলে নিতে পারবে। অন্যবারের তুলনায় এবার বিপিএলের প্রায় তিন মাস আগেই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। কাজেই এই লম্বা সময়ের মধ্যে যেকোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে তাদেরকে দলে নিতে পারবে।
নিজেদের দলের হয়ে নিলামে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, নাজমুল শান্তরা। টিম ম্যানেজমেন্ট আর টিম মালিকের সাথে কথা বলে তারা চেষ্টা করেছেন নিজেদের পছন্দের প্লেয়ারদের দলে নিতে।