বিপিএলের দল এখনো চুড়ান্ত করেনি বিসিবি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। খুব একটা সময় নেই। কিন্তু এখনো ঠিক হয়নি কোন সাতটি দল এবারের আসরে অংশ নেবে। তবে বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দেয়নি বলে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রয়েছে।মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এরই মধ্যে বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। তবে ড্রাফটের আগে বাকিটাও চূড়ান্ত করে ফেলবে বোর্ড। এ নিয়ে আশবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন;ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা এখনো শতভাগ ঠিক হয়নি। আপনি জানেন শেষ দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বের হতে পারিনি। সে জন্য চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না যে সব ঠিক হয়ে গেছে। এখনো কিছু পাওনা (ফ্র্যাঞ্চাইজি ফি) বাকি আছে। যেহেতু আমাদের ড্রাফট ১৪ অক্টোবর, আশা করি তার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »