https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বী। ফলে পাড়ার অলিতে-গলিতে ক্রিকেটের মহরা চলতে থাকে সবসময়ই। অন্যদিকে দেশের বড় বড় ক্লাবগুলোকে নিয়েও সারাবছরই আয়োজন করা হয় বিভিন্ন লিগ। তাছাড়া দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটখাটো ক্লাবগুলো থেকেও পরবর্তীতে ভালো ক্লাব কিংবা ক্রিকেটার হিসেবে নিজেদের তুলে ধরতে পারেন ক্রিকেটেররা।
এবার দেশের জেলাভিত্তিক একটি ক্রিকেট ক্লাব বিদেশের মাটিতে পেয়েছে সফলতা। ‘নারায়নগঞ্জ ক্রিকেট ক্লাব’ দ্বিতীয়বারের মত থাইল্যান্ডের চেয়াংমাই ইন্টারন্যাশনাল ক্রিকেট সিক্সেস ২০১৯ টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে ২য় বারের মত অংশ গ্রহণ করে।
দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে স্বাগতিক থাইল্যান্ডের সাথে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্রিস সহ বিশ্বের ৩২টি দেশের বিভিন্ন ক্লাব।
৬ এপ্রিল অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। আর ফাইনালে নারায়ণগঞ্জ ক্রিকেট ক্লাব হারায় ইংল্যান্ডের গ্লস্টারশায়ার জিপসিসকে। ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় নারায়ানগঞ্জের ক্লাবটি। তাই আগামীতে এই ক্লাবটি যে আরও সফলতা বয়ে আনতে পারবে সেটাই আশা সকলের।