https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
ক্রিকেট নিয়ে একটি অতি পরিচিত বাক্য হয়তো অনেকেই শুনে থাকেন সেটা হল, ‘খেলার সাথে রাজনীতি মেশাবেন না’। এমন বাক্য যখন আমরা সবাই শুনে অভ্যস্ত তখনও খেলা থেকে রাজনীতি দূরে থাকে না। বাংলাদেশের দিকে তাকালে টাইগারদের দলপতি মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে বড় উদাহরণ।
এবার দেখা যাক ভারতীয় রবিন্দ্র জাদেজার ঘটনা। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন অলরাউন্ডার জাদেজা। আইপিএল চলাকালেই দেশটিতে হচ্ছে সাধারণ নির্বাচন। সরকার বদলের এই নির্বাচনে রবিন্দ্র জাদেজা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করে কিছুটা বিপাকেই পড়েছেন।
জাদেজা একটি টুইট বার্তায় লিখেন, ‘আমি বিজেপিকে সমর্থন করি।’
পাশাপাশি এই পোস্টে ট্যাগ করা হয় বিজেপি প্রধান নরেন্দ্র মোদি এবং তাঁর স্ত্রী রিভাবাকে।
I support BJP.@narendramodi #rivabajadeja jai hind 🇮🇳 pic.twitter.com/GXNz5o07yy
— Ravindrasinh jadeja (@imjadeja) April 15, 2019
এদিকে জাদেজার টুইটের প্রতুত্তরে নরেন্দ্র মোদি জাদেজাকে অভিনন্দন জানান বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়াতে।
Thank you @imjadeja!
And, congratulations on being selected for the Indian cricket team for the 2019 World Cup. My best wishes. https://t.co/wLbssqSoTB
— Narendra Modi (@narendramodi) April 16, 2019
জাতীয় দলের ক্রিকেটারের সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ায় কিছুটা সমালোচিত হচ্ছেন জাদেজা।